Friday 30 July 2021

যে জীবন বকপক্ষীর

 কিছু বই আছে, যেগুলো একবার পড়ার পর বারবার পড়তে ইচ্ছে করে। গল্পটা আপনি জানেন অথচ যতবার পড়বেন ততবার নতুন মনে হবে। এই বইটি সেই তালিকার একটি।

পড়ার মাঝে কতবার যে পড়া থামিয়ে 'একটা মানুষ এত সুন্দর করে গুছিয়ে কীভাবে লিখতে পারে' ভেবে অবাক হয়েছি তার হিসেব নেই।
একটা মধ্যবিত্ত পরিবারের উঠা-নামা লেখক কত সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন, বইটা না পড়লে কেউ বুঝতে পারবেন না।
বন্ধু-বান্ধব কিংবা পরিচিত শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সবার প্রতি পরামর্শ থাকবে, আপনি যদি ভালো মানের একটি উপন্যাস পড়তে চান অবশ্যই অবশ্যই 'যে জীবন বকপক্ষীর' পড়বেন।
বই : যে জীবন বকপক্ষীর
লেখক : পুলক মন্ডল
প্রকাশনী : নহলী

মুদ্রিত মূল্য : ২৫০৳

No comments:

Post a Comment

যদি তব দেখা পাই

  পৃথিবী বড় বিচিত্র জায়গা। এখানে কোনোকিছুই স্থায়ী নয়। জীবনটা যেন পাশার ছক- একটা চালে নিমিষেই পাল্টে যায় সবকিছু! তবুও মানুষ জীবনের পথে হেঁটে ...