Friday 30 July 2021

বই: এই সুরে কাছে দূরে

 বই: এই সুরে কাছে দূরে

লেখক- বদরুল মিল্লাত
মুদ্রিত মূল্য- ২৭০৳
বইয়ের ফ্ল্যাপ থেকেঃ
ভিক্ষুক ইব্রাহিম মিয়া তুলি ও ফুলি নামের দুটি সাত/আট বছরের মেয়ে, একটি শিশু ছেলে ও স্ত্রীকে নিয়ে অতিকষ্টে জীবন চালাচ্ছেন, তবে অত্যন্ত প্রতিকূল পরিবেশে জীবন কাটালেও জীবন সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গি খুবই ইতিবাচক।
অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা রহমান সাহেব স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে আটপৌরে জীবন কাটাচ্ছেন। যার ছেলেটি ভার্সিটির মেধাবী ছাত্র হলেও সমাজের দুষ্টচক্রের প্রভাবে সন্ত্রাসী হয়ে গেছে, বড় মেয়ে বীথিকে ভালাে বিয়ে দিয়েছেন, ছােট মেয়ে তিথীও বেশ মেধাবী, ভার্সিটিতে পড়ছে।
ইরফান চৌধুরী একজন বিশাল ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কোটিপতি। তবে তার জীবনের শুরুটা সুখকর ছিল না। অত্যন্ত দরিদ্র অবস্থায় ভার্সিটিতে পড়ার সময় আবেগের বশবর্তী হয়ে বড়লােকের মেয়েকে বিয়ে করে বড় সমস্যায় পড়ে যান, অবশেষে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তার একমাত্র মেয়ে অহনা এই গল্পের প্রাণ। অহনা তার বাবার মতােই অত্যন্ত সহজ সরল একজন মানুষ, মানুষের কষ্টে যে ব্যথিত হয়, সহযােগিতা করতে চায়। বাবা আর মেয়ের সম্পর্কটা অত্যন্ত আবেগময় এবং বন্ধুত্বপূর্ণ।
তিনটি সামাজিক, অর্থনৈতিক অবস্থানের এই তিনটি পরিবারের জীবনের সুখ, দুঃখ, আনন্দ, বেদনার গল্প এই উপন্যাসে উঠে এসেছে। পরিবারগুলাের অবস্থান ভিন্ন হলেও তাদের চিন্তাধারণা, জীবন সম্বন্ধে দৃষ্টিভঙ্গি প্রায় একই রকম।

No comments:

Post a Comment

যদি তব দেখা পাই

  পৃথিবী বড় বিচিত্র জায়গা। এখানে কোনোকিছুই স্থায়ী নয়। জীবনটা যেন পাশার ছক- একটা চালে নিমিষেই পাল্টে যায় সবকিছু! তবুও মানুষ জীবনের পথে হেঁটে ...