Friday 30 July 2021

যদি তব দেখা পাই

 পৃথিবী বড় বিচিত্র জায়গা। এখানে কোনোকিছুই স্থায়ী নয়। জীবনটা যেন পাশার ছক- একটা চালে নিমিষেই পাল্টে যায় সবকিছু! তবুও মানুষ জীবনের পথে হেঁটে চলেছে। সুখ-দুঃখ, হাসি-কান্না, জয়-পরাজয় আর সত্য-মিথ্যার মিশেলে অতিবাহিত হচ্ছে তাদের সময়।

মানুষের জীবন বড় বিচিত্র। যে সত্যকে আঁকড়ে ধরে জীবন শুরু হয়, একটা সময়ে এসে চোখের পলকে তাকে মিথ্যায় পরিণত হতে দেখি আমরা। তবু মানুষ বাঁচে, বাঁচতে শেখায়। প্রিয় মানুষের কাছ থেকে অসহনীয় আঘাত পেয়েও মানুষ ক্ষমা করতে জানে, মহৎ ত্যাগ করতে জানে। আর এই সবকিছুর অপূর্ব মিশেল ঘটেছে 'যদি তব দেখা পাই' বইটিতে। তরুণ লেখক শাদবিন শাকিল এই গল্পে তার ভাবনার সুতোগুলো এমনভাবে জুড়ে দিয়েছেন, আপনি পড়তে পড়তে অবাক হয়ে দেখবেন সেগুলো আপনারও ভাবনা! যারা এখনও পড়েননি, আমন্ত্রণ রইলো পড়ে ফেলার।
বই: যদি তব দেখা পাই
লেখক: শাদবিন শাকিল
প্রকাশক: নহলী


No comments:

Post a Comment

যদি তব দেখা পাই

  পৃথিবী বড় বিচিত্র জায়গা। এখানে কোনোকিছুই স্থায়ী নয়। জীবনটা যেন পাশার ছক- একটা চালে নিমিষেই পাল্টে যায় সবকিছু! তবুও মানুষ জীবনের পথে হেঁটে ...