Friday 30 July 2021

এটিকুয়েটা

 এটিকুয়েটা

ত্রপাদের গ্রামে নাকি প্রতি দশ বছর পর পর এক দেবতার দৃষ্টি পড়ে। গ্রাম জুড়ে তখন খরা আর দুর্ভিক্ষ দেখা দেয়। বৃষ্টি হয় না, ফসল ফলে না, ঘরে ঘরে মানুষ মশা-মাছিদের মতাে মরতে থাকে! দেবতাকে তখন সন্তুষ্ট করার জন্য নরবলি দিতে হয় মানুষের তাজা রক্ত যখন দেবতার গায়ে পড়ে, তাদের মৃত্যু চিৎকারে গ্রামের আকাশ বাতাস যখন থরথর করে কেঁপে উঠে, তখন শান্ত হন দেবতা। গ্রামের ওপর নেমে আসে অঝাের ধারায় বৃষ্টি।
নরবলির ব্যাপারটা বেশ বর্বর। তাছাড়া এই আধুনিক যুগে থানা পুলিশের ভয়ে নরবলি দেয়ার মতাে সাহসও কারাে হয় না। তাই খরী শুরু হবার আগেই গ্রামের সবাই মিলে অদ্ভুত এক অনুষ্ঠানের আয়ােজন করা হয় যেখানে চারজন তরুণীকে বিয়ে দেয়া হয় চার ধরণের প্রাণির সাথে যার একজন শুধু মানুষ, বাকিরা...
বিয়ের পর নবদস্পতির্দের এক প্রাচীন মন্দিরে সেই দেবতার মূর্তির উদ্দেশ্য রেখে আসা হয়। দেবতা এই চার রকম “দম্পত্তির যেকোনাে এক দম্পতিকে নিজের সঙ্গে তার জগতে নিয়ে যান। আর বিনিময়ে ফিরিয়ে দেন গ্রামের সুখ শান্তি! তবে শুধু একজোড়াই নয়, আজ পর্যন্ত সেই মন্দির থেকে কেউ ফিরে আসতে পারেনি।
ব্যাপারটা কি আসলেই এমন? নাকি,
ঘটনাক্রমে ত্রপা আর তার বান্ধবী জড়িয়ে পড়ে অদ্ভুত সেই অনুষ্ঠানের সাথে। ঘটতে থাকে একের পর এক অদ্ভুত সব ঘটনা। বের হয়ে আসে জমিদার বাড়ির ভয়ঙ্কর এক রহস্য। এবং তারপর?
আপনি যদি হরর এবং ফ্যান্টাসিপ্রেমী হয়ে থাকেন, তবে এই বইটি আপনার জন্যই । কথা দিচ্ছি পাঠক, এ বই পড়ে আপনি হারিয়ে যাবেন অন্যরকম এক রহস্যময় জগতে, যেখানে আপনার জন্য অপেক্ষা করে বসে আছে নরকের রাজা পেমন, হিটলারের অদ্ভুত এক গােপন রহস্য, রহস্যময় জাদুর জগৎ যেখানে আছে তিন বােনের রেখে যাওয়া অসীম ক্ষমতার তিনটি শক্তি। বইটি জুড়ে আছে নানান রকম স্পেল ও রিচ্যুয়ালের ব্যবহার।
"এটিকুয়েটা"র রহস্যময় এবং ভয়াল জগতে আপনাকে স্বাগতম!
বই:

এটিকুয়েটা।
লেখক: নীলা মণি গোস্বামী।
জনরা: হরর ও ফ্যান্টাসি গল্প সংকলন।
প্রকাশনী: নহলী প্রকাশনী।
মুদ্রণ মূল্য: ২৩০৳

No comments:

Post a Comment

যদি তব দেখা পাই

  পৃথিবী বড় বিচিত্র জায়গা। এখানে কোনোকিছুই স্থায়ী নয়। জীবনটা যেন পাশার ছক- একটা চালে নিমিষেই পাল্টে যায় সবকিছু! তবুও মানুষ জীবনের পথে হেঁটে ...